Tuesday, January 27, 2026

T20 WC: লিটনরা না এলেও ভারতে আসবেন বাংলাদেশের প্রতিনিধিরা, অপ্রস্তুত স্কটল্যান্ড

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, তাদের পরিবর্ত দল হিসাবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ দল ভারতে না এলেও আসতে পারেন পদ্মাপারের সাংবাদিকরা। বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদের আশার বাণী শোনাল আইসিসি।

প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের দেশের সব সাংবাদিকদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সংবাদসংস্থা পিটিআই-কে আইসিসির এক সূত্র বলেছে, “নতুন করে সবটা হচ্ছে। যেহেতু আবেদনের সংখ্যা বেড়েছে ও সূচি বদলেছে তাই সময় লাগছে। সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।”

তবে অ্যাক্রিডিটেশন পাওয়ার ক্ষেত্রে শর্তও উল্লেখ করা হয়েছে। আইসিসির সূত্র জানিয়েছেন, “প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।”

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড(Scotland) । এই নিয়ে সাত বার বিশ্বকাপ খেলবে তারা। তবু হঠাত করে সুযোগ পেয়ে অপ্রস্তুত স্কটিশেরা(Scotland)। ক্রিকেট স্কটল্যান্ডের চিফ এগ্‌জিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেডের কথায়, কারণ বিশ্বকাপ খেলার কথাই যে ছিল না। দলের স্পনসরের ব্যবস্থা করেননি কর্তারা। বিশ্বকাপের জন্য জার্সিও তৈরি করানো হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে তাদের প্রস্তুতি নিতে হবে।

spot_img

Related articles

রাজ্যে SIR-র বৈধতার প্রশ্ন: হাই কোর্টে নতুন মামলা দায়ের

সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা চলছে। আগামী সপ্তাহে তার শুনানি রয়েছে। এরই মধ্যে কলকাতা হাই...

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের

জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে যে জায়গাগুলির টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অধিগ্রহণ পর্বও মিটে গিয়েছে, কিন্তু জমি...

নবান্নের সামনে ধরনা: শুভেন্দুদের মামলার রায় স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

নবান্নের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারবেন কি বিজেপি বিধায়করা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা এই...

সংশোধনাগারে অতিরিক্ত বন্দি নিয়ে প্রশ্ন হাই কোর্টের! রাজ্যের কাছে রিপোর্ট তলব

পর্যাপ্ত জায়গার তুলনায় অধিক সংখ্যক বন্দি এবং রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে বন্দী মুক্তি নিয়ে কারা বিভাগের ভূমিকায় অসন্তুষ্ট...