বুধবার সকালে বারামতির কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Maharashtra Deputy CM Ajit Pawar)। পাইলট সহ দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা ৬ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহন সংস্থা ডিজিসিএ (DGCA)। মহারাষ্ট্র সরকারের (Maharashtra Govt) তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও ঘোষণা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।


বারা মচকে সভা করতে যাওয়ার সময় সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। দুর্ঘটনার যে ছবি ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল যে বিমানে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হবে না। সেই আশঙ্কাই সত্যি হল। মুম্বই থেকে জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্য বিমানে বারামতি রওনা হয়েছিলেন NCP নেতা।ল্যান্ডিংয়ের সময়ে হঠাৎ বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান ও সফট ল্যান্ডিং এর পরিবর্তে ক্র্যাশ অবতরণে বিমানটি ভেঙে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বারামতী বিমানবন্দরের কাছে দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আগুন ধরে গিয়েছে। পুনে গ্রামীণ পুলিশ সুপার খবরটি নিশ্চিত করেছেন এবং তাঁদের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই ফ্লাইটে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

–

–

–

–

–

–

–

–


