হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বালির বিধায়ক তথা পুর প্রশাসক ডাঃ রানা চট্টোপাধ্যায় এবং তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

বালি পুর ময়দানে আয়োজিত এই মেলায় এ দিন ছিল উপচে পড়া ভিড়। মেলা কমিটির সভাপতি ডাঃ রানা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে বিশিষ্ট অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। কুণাল ঘোষ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বই পড়ার গুরুত্ব এবং সুস্থ সংস্কৃতির প্রসারে এই ধরণের মেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের সহযোগিতায় আয়োজিত এই মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকছে সাধারণ মানুষের জন্য। আয়োজক কমিটির অন্যতম সদস্য মৃত্যুঞ্জয় পালের তত্ত্বাবধানে মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলের পাশাপাশি ছোটদের জন্য নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সাহিত্য ও সংস্কৃতির এই আবহে শামিল হতে পেরে খুশি কুণাল-দেবাংশুরা। বালির এই বইমেলা বর্তমানে জেলাস্তরে অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ হয়ে উঠেছে বলে মত স্থানীয়দের।

আরও পড়ুন- বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

_

_

_

_

_

_
_


