পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টার পর থেকে দক্ষিণ কলকাতার ৮ থেকে ১৪ নম্বর বরোর অন্তর্গত সবক’টি ওয়ার্ডে জল মিলবে না। গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের অন্তর্গত পাইপলাইনের একাধিক ত্রুটি মেরামত এবং বুস্টার পাম্পিং স্টেশনগুলির রক্ষণাবেক্ষণের কারণেই এই কৃচ্ছ্রসাধন।

পুরসভা সূত্রে খবর, শনিবার সকালের দিকে নির্দিষ্ট সময়ের জল পাওয়ার পর বেলা বাড়তেই বন্ধ হয়ে যাবে টালিগঞ্জ, যাদবপুর, বেহালা, চেতলা, রাসবিহারী, গড়িয়াহাট, কসবা এবং বাঁশদ্রোণীর মতো এলাকাগুলিতে জল সরবরাহ । এছাড়াও ইএম বাইপাস লাগোয়া বেশ কিছু ওয়ার্ডেও মিলবে না জল। মূলত বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী, সেনপল্লি, লালকা ও পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশন থেকে সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি সকাল থেকে জল পরিষেবা পুনরায় স্বাভাবিক হওয়ার কথা।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গার্ডেনরিচ প্রকল্পে কয়েকটি নতুন ভালভ বসানোর কাজ জরুরি হয়ে পড়েছে। সেই কারণেই ৩১ তারিখ এই মেরামতির দিন ধার্য করা হয়েছে। যার জেরে দক্ষিণ কলকাতার একটা বড় অংশে পরিষেবা ব্যাহত হবে। মেরামতির কাজের জন্য দীর্ঘ সময় জল বন্ধ থাকায় শহরের একাংশে জলকষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। তবে পুরসভার তরফে জানানো হয়েছে, এই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ভবিষ্যতে জল সরবরাহের পরিকাঠামো আরও উন্নত হবে। আগেভাগেই নোটিশ দিয়ে বাসিন্দাদের প্রয়োজনীয় জল মজুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

_

_

_

_

_

_
_


