সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই সংস্থার বিশেষ বার্ষিক আয়োজন ‘গ্লিটারিয়া ২০২৬’। বৃহস্পতিবার এই উৎসবের একটি প্রিভিউ ও বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ডায়মন্ড জুয়েলারির এই এক্সক্লুসিভ ব্র্যান্ডটি প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকে বিশেষ করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই হিরের গয়নার মেলা।

২০২৩ সালে আত্মপ্রকাশের পর থেকেই ‘গ্লিটারিয়া’ কালেকশনটি সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আধুনিক কর্মরতা নারী থেকে শুরু করে গৃহবধূ— সকলের পছন্দ এবং সাধ্যের কথা মাথায় রেখেই এই হিরের গয়নাগুলি তৈরি করা হয়েছে। বার্ষিক অফার চলাকালীন গ্রাহকদের জন্য থাকছে একগুচ্ছ আকর্ষণীয় সুযোগ। হিরের গয়নার গড়ন বা মেকিং চার্জে দেওয়া হচ্ছে ১০০ শতাংশ ছাড়। শুধু হিরেই নয়, সোনার গয়নার মেকিং চার্জ ও গ্রহরত্ন কেনাকাটাতেও মিলবে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়াও রূপোর গয়নার ওপর মিলছে বিশেষ ছাড়। প্রতিটি কেনাকাটার সঙ্গেই থাকছে নিশ্চিত উপহার এবং লাকি ড্রয়ের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ।

সংস্থার ডিরেক্টর রূপক সাহা জানান, সাশ্রয়ী মূল্যে উৎকৃষ্ট মানের হিরের গয়নার যে চাহিদা বাজারে রয়েছে, গ্লিটারিয়া তারই প্রতিফলন। কর্মক্ষেত্র হোক বা সামাজিক অনুষ্ঠান, নারীদের সব মুহূর্তের দ্যুতি বজায় রাখাই এই কালেকশনের লক্ষ্য। অন্য ডিরেক্টর অর্পিতা সাহার মতে, গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ বার্ষিক অফারের আয়োজন। কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসত-সহ ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুর শাখাগুলিতেও এই উৎসব সমানভাবে চলবে। হিরের সাজে নিজেকে রাঙিয়ে তুলতে ভ্যালেন্টাইনস ডের আগে পর্যন্ত এই সুযোগ নিতে পারবেন ক্রেতারা।

আরও পড়ুন- কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

_

_

_

_

_

_
_


