সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই একই ঘটনা ঘটল অস্ট্রেলিয়া ওপেনে( Australian Open 2026)। বেলারুশ-ইউক্রনের দুই প্রতিপক্ষ ম্যাচ শেষে একে অপরের সঙ্গে করমর্দন করলেন না। যা নতুন করে বিতর্ক উস্কে দিল।

অস্ট্রেলিয়ান ওপেনের ( Australian Open 2026) সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন বেলারুশের এরিনা সাবালেঙ্কা ও ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনা( Elina Svitolina)। হাত মেলালেন না দুই তারকা। ৬-২, ৬-৩ ফলে সহজেই জয় পেলেন সাবালেঙ্কা(Aryna Sabalenka)। কিন্তু খেলা শুরুর আগেই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে একটা বার্তা । যেখানে লেখা হয়, ম্যাচের পর একে অপরের সঙ্গে করমর্দন করবেন না, আপনারা দুই খেলোয়াড়কে সম্মান জানাবেন।

উত্তেজনা যা ছিল সব খেলার বাইরের ঘটনায়। ইউক্রেন-বেলারুশের খেলোয়াড়েরা মুখোমুখি হলে যা হয়, সেটিই হয়েছে এবারও। রুশ ও বেলারুশ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান না ইউক্রেনীয় খেলোয়াড়েরা। ম্যাচশেষে সভিতোলিনাও সেই ধারা বজায় রেখেছেন। দুই খেলোয়াড়ের গ্রুপ ছবিও তোলা হয়নি। বেলারুশ এবং ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে। যার প্রভাব পড়ে খেলার মাঠে। টেনিস কোর্টে দুই দেশের ক্রীড়াবিদ শুধুই খেললেন, কিন্ত কোনও খেলোয়াড়ি মনোভাব দেখালেন না।

–

–

–

–

–



