টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৮ দিন। বিশ্বকাপ নিয়ে নানা মুণির নানা মত। আসন্ন মেগা ইভেন্টে নিজের ফেভারিট দল বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। ভারতীয় দলের কাদের দিকে এবার বাড়তি নজর থাকবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সিএবি মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ(Sourav Ganguly) বলেন, এখনই সেমিফাইনালের চার দল নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি। ভারতীয় দল ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় দল অবশ্যই ভারত। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাও দৌড়ে আছে। নিউজিল্যান্ডের কথাও বলব। ওরা এই বিশ্বকাপের কালো ঘোড়া। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, বিশ্বকাপে দারুণ লড়াই দেখার অপেক্ষায় সবাই।

ভারতীয় দল নিয়ে কথা বলতে গিয়ে সিএবি সভাপতি বলেন,ভারতীয় দলের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবের পাশাপাশি ঈশান কিষানও ভালো ছন্দে রয়েছেন। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর মতো অস্ত্র থাকায় দল ভারসাম্যপূর্ণ।

সিএবি সভাপতি হিসেবে দ্বিতীয় বার ইডেন গার্ডেন্সে টি২০ বিশ্বকাপের দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই সিএবিতে প্রস্তুতির খতিয়ে দেখতে ইডেনে যান তিনি। সঙ্গে ছিলেন সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস-সহ সংস্থার একাধিক কর্তা। ইডেনে গিয়ে প্রথমেই গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক। পিচের অবস্থা ভালো করে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর স্টেডিয়ামের বিভিন্ন ব্লক ঘুরে পরিকাঠামো খতিয়ে দেখেন এবং কোথায় কী উন্নতির দরকার, তা নিয়ে কর্তাদের দিকনির্দেশ দেন সিএবি সভাপতি।

উল্লেখ্য, গত সপ্তাহেই আইসিসির প্রতিনিধিরা ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গিয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি দেখে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। যদিও এবারের বিশ্বকাপে ইডেনে খুব বড় কোনও ম্যাচ নেই। বাংলাদেশের ম্যাচগুলি এখানে হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। তবে সুপার এইটের একটা ম্যাচ হবে ইডেনে, হতে পারে সেমিফাইনালও।

–

–

–

–

–
–


