SIR-র প্রক্রিয়ার শেষ ধাপে এসে এখনও হেনস্থার শিকার হচ্ছেন বাংলার মানুষ। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধেয় কালীঘাটে নিজের বাড়ির দলীয় কার্যালয়ে বৈঠক ডাকলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে ভবানীপুরের (Bhawanipur) সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের ডাকা হয়েছে তৃণমূল সূত্রে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্বাচনী কেন্দ্র ভবানীপুর। SIR-এ খসড়া ভোটার তালিকায় এই বিধানসভা কেন্দ্রের প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তৃণমূল সূত্রে খবর, এদিন সন্ধে কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে সন্ধে ৬টা নাগদ ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের বৈঠকে ডেকেছেন মমতা। এছাড়াও ডাক পেয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ২ মেয়র পারিষদ অসীম বসু, সন্দীপরঞ্জন বক্সি। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও এই বৈঠকে থাকবেন। তিনি নিজেও এই এলাকার বাসিন্দা।

সূত্রের খবর, এদিন প্রথম দফায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সভানেত্রী। দ্বিতীয় দফায় আলোচনায় বসবেন বিএলএ ২-দের সঙ্গে। ভবানীপুরের যেসব ওয়ার্ডে বেশি নাম বাদ পড়েছে- তা খতিয়ে দেখতে নির্দেশ দিতে পারেন মমতা (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর বিধানসভা এলাকায় উন্নয়নের কাজ কতটা হয়েছে স্থানীয় কাউন্সিলরদের থেকে সেই খতিয়ানেও নেওয়ার সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর।

–

–

–

–

–

–

–


