অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও স্কুলে চালু হল ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’ (Mathematics Laboratory) বা গণিত পরীক্ষাগার। বাদুড়িয়া ব্লকের এই উদ্যোগ ইতিমধ্যেই শিক্ষা মহলে প্রশংসা কুড়িয়েছে। স্কুলের ৮২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই গণিত পরীক্ষাগারের শুভ উদ্বোধন করেন বসিরহাটের এডিআই অফ স্কুলস স্নিগ্ধা জানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআই অফ স্কুলস গৌরহরি প্রামাণিকসহ একাধিক বিশিষ্ট অতিথি। উদ্বোধনী মঞ্চ থেকে স্নিগ্ধা জানা বলেন, হাতে-কলমে শেখার মাধ্যমে অঙ্ক আর ভয়ের বিষয় থাকবে না। এই ল্যাব ছাত্রছাত্রীদের কাছে অঙ্ককে সহজ ও আকর্ষণীয় করে তুলবে বলেই তাঁর আশা।



দু’দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গণিতভিত্তিক নানা মডেল প্রদর্শন করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয় তারা। অভিভাবকরাও মনে করছেন, এই পরীক্ষাগারের মাধ্যমে জটিল অঙ্ক সহজভাবে বোঝার সুযোগ পাবে পড়ুয়ারা। প্রধান শিক্ষক প্রীতিময় মণ্ডল জানান, ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের যৌথ প্রচেষ্টাতেই এই ল্যাবরেটরি গড়ে তোলা সম্ভব হয়েছে। তাঁর কথায়, “অঙ্ক যেন মুখস্থের বিষয় না হয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার বিষয় হয়ে ওঠে—সেটাই আমাদের লক্ষ্য।” শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ আগামী দিনে পড়ুয়াদের শেখার পদ্ধতিতে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

–

–

–

–

–

–

–

–



