Friday, January 30, 2026

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

Date:

Share post:

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ তা-ই জানা নেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE)। কারণ রাজ্য থেকে কত স্কুল শিক্ষককে বিএলও-র (BLO) কাজে নিয়োগ করে রেখেছে নির্বাচন কমিশন তা জানানো হয়নি রাজ্যের প্রশাসন বা স্কুল শিক্ষা দফতরকে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তুঘলকি কারবারে প্রবল অনিশ্চয়তায় রাজ্যের পড়ুয়াদের গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা।

পরীক্ষার সময়ে শিক্ষকেরা শুধুমাত্র স্কুল ও পরীক্ষার কাজে মনোযোগ দেবেন। তাঁদের ওপর নির্বাচনী দায়িত্ব চাপানো যাবে না৷ তা নিয়েই নির্বাচন কমিশনকে (Election Commission) কড়া চিঠি রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জেলা নির্বাচনী আধিকারিকদেরও চিঠি দিয়েছেন। তিনি জানান, মাধ্যমিকের (Madhyamik) মতো বড় পরীক্ষা পরিচালনা করতে পর্যাপ্ত শিক্ষকের দরকার। পরীক্ষার কাজ এবং বিএলও-র (BLO) কাজের মধ্যে যেন সমন্বয় সাধন করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু, এর উত্তর এখনও কিছু পাইনি।

চিঠিতে মূলত তুলে ধরা হয়েছে, শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র সংরক্ষণ, পরীক্ষাকেন্দ্রে নজরদারি (invigilator) এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকেন। নির্বাচনী কাজে ব্যস্ত থাকলে এই দায়িত্ব ঠিকভাবে পালন করা সম্ভব হবে না। তাই রাজ্যের ২৩টি জেলার শিক্ষকেরা পরীক্ষার দিন বিকেল সাড়ে চারটে পর্যন্ত বিএলও দায়িত্ব থেকে মুক্ত থাকবেন। পর্ষদের সাফ যুক্তি, শিক্ষকদের পেশাগত কাজে ক্ষতি না করে নির্বাচন-কাজে ব্যবহার করা উচিত।

আরও পড়ুন : ফের অতিরিক্ত কাজের চাপে BLO-র আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে

সেই সঙ্গে এই চিঠিতেই মনে করিয়ে দেওয়া হয়, নির্বাচন কমিশনের নির্দেশনাও স্পষ্ট, শিক্ষকদের ছুটির দিন বা পরীক্ষার পরেই বিএলও কাজে নিয়োগ দিতে হবে।পরীক্ষার সময়ের পরে বা শুধুমাত্র ছুটির দিনে শিক্ষকদের নির্বাচন-কাজে ব্যবহার করতে হবে।

spot_img

Related articles

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...