Friday, January 30, 2026

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

Date:

Share post:

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) চূড়ান্ত অপমান করেন সাংসদ-অভিনেতা দেব। সেই সময়ই ঘনিষ্ঠরা বলেছিলেন, দেব প্রসেনজিৎকে ফোন করে ক্ষমা চাইবেন। তবে, ফোন করে নয়, একেবারে সশরীরে বাড়ি গিয়ে দেখা করেন রঘুডাকাত।

বুধবার ইমপার (eastern India motion pictures association) অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক খোশ মেজাজেই হয়। এক টেবিল ঘিরে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), জিৎ (Jeet), দেব (Dev )। হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের তারকরা। সঙ্গে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Priya Sengupta)এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)।

বৈঠক শেষে সাংসদ-অভিনেতা দেবকে টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বলেন, “তোর সঙ্গে তো দিদির (মুখ্যমন্ত্রীর) সঙ্গে ভালো যোগাযোগ। কথাবার্তা হয়। আমাদের স্ক্রিনিং কমিটির বিষয়টা ওঁকে জানাস।” উত্তরে সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যঙ্গ করে দেব নাকি বলেন, “হ্যাঁ তুমি তো তোমা ছবি হিট। পদ্মশ্রী টদ্দশ্রী পেয়েছো- তোমার কথা তো শুনতেই হবে।” একটা জাতীয় সম্মান- যার জন্য প্রসেনজিৎকে দলমত নির্বিশেষে সবাই অভিনন্দন জানিয়েছেন- তাকে এইভাবে ব্যঙ্গ করায় হতভম্ব টলিউড। যথেষ্ট অপমানিত বোধ করেন সবার পরিচিত ‘বুম্বাদা’। চুপ করে বসে যান তিনি।

এই নিয়ে দেব সংবাদ মাধ্যমকে কোনও কথা জানাননি। আর প্রসেনজিৎ বলেন, বৈঠকে কী হয়েছে, সেটা বাইরে বলব না। শুক্রবার দুপুরে প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন দেব। ছবির ক্যাপশনে লেখা ‘Emni’। আগেও শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেও ওমনকী লিখেছিলেন দেব। সেই ছবি শেয়ার করে টলিউডের ইন্ডাস্ট্রি লেখেন, “তুই এলি, কথা বললি, ভাল লাগলো। নিজের খারাপ লাগা গুলোকে সরিয়ে বাড়ির ভুলবোঝাবুঝি গুলো কে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।”

অর্থাৎ “খারাপ লাগা”র ঘটনা যে ওই বৈঠকে ঘটে ছিল সেটা স্পষ্ট। আর এবারও বাড়ি গিয়ে সমস্যা মেটালেন দেব। আর জ্যেষ্ঠপুত্রের ভূমিকা পালন করলেন প্রসেনজিৎ।

spot_img

Related articles

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...