Saturday, January 31, 2026

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

Date:

Share post:

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) ভোকাল টনিক শিবির জারি বিজেপিতে। শুক্রবার শহরে এলেন অমিত শাহ (Amit Shah)। দুদিনের সফরে মূলত দলীয় কর্মীদের নিয়ে সভা করারই পরিকল্পনা তাঁরা। শুক্রবার সেই লক্ষ্যেই তিনি বঙ্গ বিজেপির কোর কমিটির (core committee) সঙ্গে বৈঠক সেরে ফেললেন শহরের হোটেলে।

শুক্রবার সন্ধ্যায় অসম (Assam) থেকে কলকাতা প্রায় দুঘণ্টা দেরিতে পৌঁছন। রাত ১০টা নাগাদ অমিত শাহকে বিমান বন্দরে স্বাগত জানান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এরপরই তিনি চলে যান নিউটাউনের হোটেলে। সেখানেই কোর কমিটির (core committee) সঙ্গে বৈঠক সারেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা ছাড়াও শুক্রবারের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মালব্য, রাজ্যের পর্যবেক্ষক বিপ্লব দেব (Biplab Deb) ও ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav)। বৈঠকে যোগ দেওয়ার আগেই বিমান বন্দরে যে বার্তা দেন শাহ তা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা জানান, এবার বাংলায় বিজেপি জিতছেই। সেই বিশ্বাস বঙ্গ বিজেপির নেতৃত্বদের পাশাপাশি অমিত শাহর মনেও গেঁথে গিয়েছে। সেই মতো সেই বার্তাই দলের সবস্তরের নেতা ও কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন শাহ।

আরও পড়ুন : অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

কোর কমিটির বৈঠকের মতই গুরুত্বপূর্ণ বৈঠক শনিবার রাজ্যের দুই প্রান্তে রয়েছে শাহ। দুটি বৈঠকই দলীয় কর্মী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে। কলকাতা উত্তরের নেতৃত্বের সঙ্গে সকালে বৈঠক করবেন শাহ (Amit Shah) ব্যারাকপুরে (Barrackpur)। এরপর সেখান থেকে তিনি যাবেন শিলিগুড়ি (Siliguri)। সেখানেও উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গে কর্মীদের সম্মেলনে।

প্রসঙ্গত, অমিত শাহর শেষ সফরে বঙ্গ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। শাহর চলতি সফরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতি নিয়ে ঔৎসুক্য ছিল। শুক্রবার শাহ বিমান বন্দরে অবতরণের পরে রাজ্যের শীর্ষ একাধিক নেতৃত্বের পাশাপাশি দেখা যায় দিলীপ ঘোষকেও। প্রধানমন্ত্রীর সভা বা সফরে নিরাপদ দূরত্ব বজায় থাকলেও শাহর সফরে ফের জায়গা করে নিতে দেখা গেল বঙ্গ বিজেপির সফলতম সভাপতিকে।

spot_img

Related articles

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...