Saturday, January 31, 2026

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

Date:

Share post:

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব (International Sports Film Festival)। এবছর এই উৎসবে বিশ্বের ১৬টি দেশ থেকে প্রায় ৩০টি বাছাই করা সিনেমা ও তথ্যচিত্র দেখানো হবে।

এই উৎসবের অন্যতম বড় আকর্ষণ ফুটবল তারকা লিওনেল মেসিকে(Lionel Messi)নিয়ে তৈরি সিনেমা ‘মেসি’। কলকাতায় দু’বার আসা মেসিকে নিয়ে শহরের ফুটবলপ্রেমীদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। ফলে তাঁকে ঘিরে তৈরি এই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এই ছবিটির পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি থাকছে আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনাকে(Diego Maradona) নিয়ে নির্মিত একটি সিনেমা।

শুধু ফুটবল নয়, এই উৎসবে বিভিন্ন খেলার উপর নির্মিত সিনেমা ও তথ্যচিত্রও দেখানো হবে। বাঙালি পরিচালকদের পাশাপাশি থাকছেন বিদেশি পরিচালকরাও। উল্লেখ্য, ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপের আগে কলকাতার নন্দনে শুধুমাত্র খেলাধুলা নিয়ে একটি বিশেষ চলচ্চিত্র উৎসব হয়েছিল। এবছর জুনে ফের ফুটবল বিশ্বকাপ হওয়ার আগে সেই স্মৃতিতেই আবার নন্দনে ক্রীড়া চলচ্চিত্র উৎসবের আয়োজন। আয়োজকদের আশা, ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে ভালো সাড়া মিলবে।

উৎসবের উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে মীরা নায়ার পরিচালিত ‘কুইন অফ কাটওয়ে’। এই ছবিতে অভিনয় করেছেন ডেভিড ওয়েলোও, লুপিতা নিয়ং’ও ও মদিনা নালওয়াঙ্গা। গল্পে উঠে এসেছে উগান্ডার কাম্পালার বস্তি কাটওয়েতে বসবাসকারী ফিওনা মুতেসির জীবনকথা। দাবার প্রতি তাঁর ভালোবাসা ও কঠোর পরিশ্রম তাঁকে একসময় শীর্ষস্থানীয় দাবাড়ু করে তোলে, যেখানে তাঁর কোচ রবার্ট কাটেন্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এছাড়াও প্রদর্শিত হবে রিমা কাগতি পরিচালিত ‘গোল্ড’। এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় হকি দল প্রথম অলিম্পিক সোনা জেতে। দেশভাগের পরের বছর এই জয় দেশবাসীর মনে দেশপ্রেম ও জাতীয়তাবোধকে আরও দৃঢ় করেছিল। বাংলার ছেলে তপন দাসের নেতৃত্বে এই ঐতিহাসিক সাফল্য ছবিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক ও অন্যান্য ঐতিহাসিক হকি ম্যাচও আধুনিক প্রযুক্তির সাহায্যে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক।

ভারতের পাশাপাশি এই উৎসবে থাকছে আমেরিকা, রাশিয়া, চিন, ইরান, মেক্সিকো, অস্ট্রেলিয়া-সহ মোট ১৬টি দেশের চলচ্চিত্র। অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ইরা দেওকুলের ‘অ্যাথলিটস আর ম্যাড’, অ্যাডাম লাপালোর ‘আনটাচেবল’, রোজাউরা আরান্ডার ‘আনটিল ডেথ’ এবং দিমিত্রি ভিঙ্গুরস্কির ‘বিলিভ ইন আ ড্রিম’। সব মিলিয়ে খেলাধুলা ও সিনেমার এক বিশেষ মিলনমেলায় পরিণত হতে চলেছে এবছরের নন্দনের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব।

spot_img

Related articles

বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত! মমতার দাবিতে শিলমোহর অজিত-শারদ ভিডিওতে

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্য়ুর পরে বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা আলিয়ার!

ইন্সটা হ্যান্ডেল থেকে আগেই সরিয়ে ফেলেছেন মেয়ের ছবি, এবার সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরানোর ভাবনা চিন্তা করছেন আলিয়া...

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার...

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...