সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট (Special Investigation Team)গঠন করল বারুইপুর জেলা পুলিশ (Baruipur Police District)। নেতৃত্বে এসপি শুভেন্দ্র কুমার (Subhendra Kumar)। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ মোমো সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করার পাশাপাশি ডেকোরেটার্স কোম্পানির মালিককে গ্রেফতার করেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৭ টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সনাক্তকরণের জন্য চলছে ডিএনএ টেস্টের প্রক্রিয়া। অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা থানার দ্বারস্থ হয়েছেন। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। ফরেনসিক ও দমকলের প্রাথমিক রিপোর্ট বলছে, আগুনের উৎস ছিল ডেকরেটার্সের গুদাম। নিরাপত্তা জনিত কারণে এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন রাখতে বুধবার মধ্যরাত থেকে নাজিরাবাদ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–

