বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) খেতাব৷ শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসের ফাইনালে লড়াই ছিল বিশ্বের এক নম্বর সাবালেঙ্কার( Aryna Sabalenka) সঙ্গে রায়বাকিনার৷ টান টান লডাই শেষে খেতাব জিতলেন রায়বাকিনা। অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন রানীকে।

প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) এবং দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এলেনা রায়বাকিনা। মহিলাদের সিঙ্গলস ফাইনালে ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে হারালেন শীর্ষবাছাই বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে। প্রায় সাড়ে তিন বছর পর নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।

মাত্র ৩৭ মিনিটেই ৬-৪ ব্যবধানে নিজের প্রথম সেট জিতে নেন রায়বাকিনা দ্বিতীয় সেটে অবশ্য কামব্যাক করলেন সাবালেঙ্কা। প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৬-৪ ব্যবধানে সেট জিতে নেন। এরপর তৃতীয় সেটেও দাপটের সঙ্গে শুরু করেন বেলারুশ তারকা। প্রথম তিনটি গেম জিতে নেওয়ার পর মনে হয়েছিল খেতাব অনায়াসে জিতবেন।

তবে ম্যাচে ফিরতে শুরু করলেন রায়বাকিনা পর পর সার্ভিস ভাঙতে শুরু করেন, এতেই চাপে পড়লেন সাবালেঙ্কা। টানা পাঁচটি ম্যাচ জিতে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান রায়বাকিনা। শেষ পর্যন্ত ৬-৪ ফলে জিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন রায়বাকিনা।২০২৩-এর অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন তিনি। এবার বদলা নিলেন।

–

–

–

–

–

–

