মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)। মুম্বইয়ের লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও এনসিপির (NCP) একাধিক শীর্ষ নেতা। তবে পাওয়ার পরিবারের কোনও সদস্যকে সেখানে দেখা যায়নি। সুনেত্রাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যু হয়। এরপরেই এনসিপি নেতৃত্বের সিদ্ধান্তে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাঁর স্ত্রী ও রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ারকে। এদিন দুপুরে বিধানভবনে এনসিপির পরিষদীয় দলের বৈঠক বসে। সেখানে সর্বসম্মতভাবে সুনেত্রা পাওয়ারকে বিধানসভায় দলের নেতা হিসেবে নির্বাচন করা হয়। প্রফুল্ল প্যাটেল ও সুনীল ততকরের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়ার পর এনসিপির প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সাক্ষাৎ করে। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারামতী কেন্দ্রে সুপ্রিয়া সুলের কাছে পরাজিত হলেও, দলের সাংগঠনিক হাল শক্ত হাতে ধরার জন্য সুনেত্রার উপরই ভরসা রাখছে এনসিপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আপাতত তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না।

–

–

–

–

–

–

–

–
–

