হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে বসে রয়েছে শতাধিক পরীক্ষার্থী। কারণ, রাজ্যের ৮৬টি স্কুল এখনও পর্যন্ত পর্ষদ থেকে তাদের পড়ুয়াদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি। যার ফলে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পড়েছে ১০৩ জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।

বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ওই ৮৬টি স্কুলকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রবিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড সংগ্রহ না করে, তবে সংশ্লিষ্ট ১০৩ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে স্কুলগুলোর এই ধরনের উদাসীনতায় ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক ও শিক্ষা মহলে। পর্ষদ সূত্রে খবর, বারবার জানানো সত্ত্বেও এই স্কুলগুলো কেন অ্যাডমিট কার্ড নিতে আসেনি, তা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই রবিবার বিকেলের মধ্যে কাজ শেষ করার শেষ সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

_

_
_

_
_

_
_



