Monday, August 25, 2025

ধর্ষকের শাস্তি চাওয়া সিপিআইএম (CPIM) নেতা তথা প্রাক্তন বিধায়কই শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত। তড়িঘড়ি মুখ বাঁচাতে সাসপেন্ড করলেও এখনও তার বিরুদ্ধে কোনও তদন্ত শুরু করেনি মুজফ্ফর আহমেদ ভবন। এতদিনে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে অভিযুক্ত তন্ময় ভট্টাচার্যকে (Tanmoy Bhattacharya) ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল তদন্ত কমিটি।

২৭ অক্টোবর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। থানায় অভিযোগও দায়ের হয়। চারিদিকে নিন্দার ঝড় উঠলে তন্ময়কে দল থেকে সাসপেন্ড করে অঞ্জু করের নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে সিপিএম। শনিবার, আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে সেই তদন্ত কমিটির সামনে ডেকে পাঠানো হয় অভিযুক্তকে। বেলা সাড়ে বারোটা নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে যান তন্ময়৷ তদন্ত কমিটির দুই সদস্য সুমিত দে এবং শ্যামলী প্রধান প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ইতিমধ্যেই একাধিকবার তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে বরাহনগর থানার পুলিশ।

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, ঘটনার দিন মহিলা সাংবাদিক তাঁর বাড়িতে যাওয়ার পর কী কী ঘটে- তা তন্ময়ের থেকে চান তদন্ত কমিটির সদস্যরা। ভবিষ্যতে অভিযোগকারিণীর সঙ্গেও কথা বলবেন কমিটির সদস্যরা। সব বিষয়ে খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।







Related articles

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...
Exit mobile version