গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান তিলক বর্মা। ১০৭ রানে অপরাজিত তিনি। তিলকের সৌজন্যেই ২১৯ রান করে টিম ইন্ডিয়া। জয়ের মুখ দেখে সূর্যকুমার যাদবের দল। আর দলের জন্য এমন পারফম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত তিলক।

১০৭ রান । এই রানের সুবাদে আন্তর্জাতিক টি-২০তে প্রথম শতরান। এরপর দেখা যায়, কারও দিকে তাকিয়ে চুমু ছুড়ছেন তিলক। কাকে চুমু ছুড়ছিলেন তিলক। ম্যাচ শেষে জানান তিনি। তিলক বলেন,” ওই চুমু সূর্যকুমারের জন্য ছিল। আমাদের অধিনায়কের জন্য। ও আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছে। আমি তিন নম্বরে ব্যাট করতে ভালবাসি। গত দুটো ম্যাচে চার নম্বরে নেমেছিলাম। কিন্তু এই ম্যাচের আগে সূর্য আমার ঘরে গিয়ে বলেছিল, ‘তুমি তিন নম্বরে নামবে। এটাই সুযোগ। কাজে লাগাও।” এরপর তিলক আরও বলেন, “ আমি সূর্যকে বলেছিলাম, সুযোগ পেলে কাজে লাগাব। সেটা করতে পেরেছি। তাই ওর দিকে ব্যাট দেখিয়েছিলাম। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে।”

প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। গতকাল ম্যাচে জয় পেয়ে ২-১ এগিয়ে সূর্যকুমারের দল।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট-রোহিতকে বিশেষ বার্তা ব্রেটলির
