Saturday, January 17, 2026

শিক্ষক নয়, পড়াশোনাতেও সাহায্য কৃত্রিম বুদ্ধিমত্তার

Date:

Share post:

শিক্ষক শিক্ষিকা নয়, বরং এবার পড়াশোনার ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়াতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আইইএমএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড-এর উদ্যোগে পথ চলা শুরু করল আধুনিক প্রযুক্তির এআই টিউটর, যা ব্যক্তিগত শিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে বিশেষ ভাবে তৈরি। এই যুগান্তকারী আবিষ্কারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ড. সত্যজিৎ চক্রবর্তী।

আইইএমএ-এর একাধিক বিজ্ঞানী সৌভিক চ্যাটার্জি, অয়ন কুমার পাঁজা, অমর্ত্য মুখার্জি এবং স্নেহান বিশ্বাসের নেতৃত্বে তৈরি এই এআই টিউটর, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রত্যেক ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করবে। এই নতুন পদ্ধতি খুব সহজেই শিক্ষার্থীর শেখার ধরণ ও গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, ফলে সেই শিক্ষাকে অনেক সহজেই তারা গ্রহণ করতে এবং মনে রাখতে পারবে।

আইইএমএ বরাবরই কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের ওপর বিশেষভাবে জোর দেয়, যাতে তাদের তৈরি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাজে তারা বদল আনতে সক্ষম হয়। তারই অন্যতম ফসল এআই টিউটর। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা, শেখার শৈলী এবং গতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, সহজেই অনুমেয় ও বোঝার ক্ষমতা তৈরি, স্মৃতিশক্তি বৃদ্ধি, এবং শিক্ষাকে সহজলভ্য, কার্যকরী ও আনন্দময় করে তোলা।

আইইএমএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন, “এআই টিউটরকে সকলের সঙ্গে পরিচয় করানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। আমাদের আশা, এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...

আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করার পর আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে...

দুবছরের অপেক্ষার অবসান, বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি

বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে (Buxa Tiger Reserve) শেষবার ডোরাকাটার দর্শন মিলে ছিল ২০২৩ সালে। পরবর্তী দুই বছরে অপেক্ষায়...

কেমন যাবে আপনার আজকের দিনটি…

মেষ: কাজের সন্ধানে বিদেশ বা দূরস্থানে যোগাযোগের সম্ভাবনা। আর্থিক উন্নতি আশা। তবে দূরে যাতায়াতে সতর্ক থাকুন। বৃষ: সৃজনশীলদের জন্য...