১) আজ থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া । প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। অজিদের বিরুদ্ধে আশাবাদী বুমরাহ।

২) পারথে নামার আগে মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন যশপ্রীত বুমরাহ। রঞ্জিট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নিয়েছেন ৭ উইকেট । এরপরই অস্ট্রেলিয়া সফরে শামির যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। আর এই নিয়ে এবার মুখ খুললেন বুমরাহ। বললেন, দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে।

৩) সামনেই আইপিএল-এর মেগা নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আসর। তার আগে সরগোল পরে গেল ক্রিকেট দুনিয়ায়। এই নিলামের আগে ভারতীয় তারকা পেসারকে নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। যার এবার পালটা দিলেন শামি।

৪) আজ থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। তার আগে ভারতীয় দলের বিরুদ্ধে দু’ভাবেই মত প্রকাশ করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে যেমন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন তিনি। তেমনই সমীহ করেছেন কামিন্স।

৫) আজ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজে নামার আগে আলোচনায় বিরাট কোহলির পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে শতরানে দেখা নেই কোহলির ব্যাটে। যদিও অজিদের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে ভাবছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরাহ। বললেন, ” কোহলির মতো ক্রিকেটারকে নতুন করে কিছু শেখানোর দরকার নেই।

আরও পড়ুন- আগামিকাল থেকে শুরু আইলিগ, সম্প্রচারে শ্রাচী, চোখ থাকুক SSEN অ্যাপে
