পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন যশস্বী জসওয়াল। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন ভারতের তরুণ ব্যাটার । আর যশস্বীর এই ইনিংসে মুগ্ধ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বললেন, যশ্বসীর ব্যাটিং-এ কোন খুঁত নেই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, “ আমার যা মনে হয়, তাতে চল্লিশটার বেশি টেস্ট শতরান করবে যশস্বী। নতুন নতুন রেকর্ড গড়বে। ওর একটা অদ্ভুত ক্ষমতা আছে। সেটা হল, বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া।“ এরপর তিনি আরও বলেন, “ পারথ টেস্টে যশস্বী যে কটা ভালো শট খেলেছে, সেটা হাইলাইটসেই দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি বলব, যশস্বীর বল ছাড়ার ব্যাপারটা। বলব, বলের লাইনে যাওয়াটা। যশস্বীর ফুটওয়ার্ক যথেষ্ট ভালো। আমি খুব বেশি দুর্বলতা ওর ব্যাটিংয়ে দেখতে পাইনি। যশস্বী শর্ট বল ভালো খেলে। ড্রাইভ ভালো মারে। স্পিন তো অসম্ভব ভালো খেলে। আর চাপ সামলে নিতে জানে। পরিষ্কার বলছি, যশস্বীকে থামানোর উপায় যদি না বার করা যায়, অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে পরের ম্যাচগুলোয়।“

আরও পড়ুন- পারথে কোন মন্ত্রে সাফল্য পেয়েছিলেন বিরাট ? ফাঁস করলেন গাভাস্কর
