Friday, December 5, 2025

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের মাঝেই সিরাজের কপালে ঝুলছে আইসিসির শাস্তির খাঁড়া

Date:

Share post:

গতকাল থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। পিঙ্ক বলের টেস্টে শুরুটা একেবারেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার। প্রথম ইনিংসে দেখা গিয়েছে ব্যাটিং ব্যর্থতা। আর এবার জানা যাচ্ছে শাস্তির খাঁড়া ঝুলছে ভারতীয় বোলার মহম্মদ সিরাজের ওপর। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি শাস্তি দিতে পারেন সিরাজকে। জানা যাচ্ছে, প্রথম দিনের খেলায় অজি ব্যাটার লাবুশানেকে লক্ষ্য করে বিপজ্জনকভাবে বল ছোঁড়ায় শাস্তি পেতে পারেন সিরাজ।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ২৫তম ওভারে বল করছিলেন সিরাজ। উলটো দিকে ছিলেন লাবুশানে। আচমকাই লাবুশানে ক্রিজ থেকে বেরিয়ে যান। লাবুশানে সড়ে দাঁড়ানোয় বিরক্ত হন সিরাজ। আচমকা তিনি বল ছুঁড়ে বসেন লাবুশানেকে । আসলে সাইটস্ক্রিনের ধার দিয়ে এক ব্যক্তি অনেকগুলো বিয়ারের গ্লাস নিয়ে যাচ্ছিলেন। একটার উপর একটা রাখায় তা দেখতে অনেকটা সাপের মতো দেখায়। যে কারণে একে বিয়ার স্নেকও বলা হয়। তাতেই কিছুটা বিভ্রান্ত হয়ে সরে দাঁড়ান লাবুশানে। কিন্তু উলটো দিক থেকে সেটা বোঝার উপায় ছিল না সিরাজের। লাবুশেন সরে দাঁড়ানোয় ভারতীয় পেসার বিরক্ত হন। যদিও তখন বিষয়টা বেশিদুর এগোয়নি। কিন্তু এখন শোনা যাচ্ছে সিরাজকে শাস্তি পেতে হতে পারে। ম্যাচ রেফারি পুরো ব্যাপারটা দেখছেন। আসলে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি এভাবে অন্য কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল এমনকী সমর্থকদের দিকে বল বা অন্য কোনও ক্রিকেটীয় সামগ্রী ছুড়ে দেন, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়াও, আইসিসির নিয়মে বলা হয়েছে, বল ছোড়া যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া এবং ফিল্ডিং করার উদ্দেশ্য ছাড়া হয়ে থাকে, তাহলে অভিযুক্ত ক্রিকেটারকে আইসিসির লেভেল ওয়ান অফেন্সে দোষী হিসাবে গণ্য করা হবে। আর সিরাজ সেই আওতায় পরতে চলেছেন।

আরও পড়ুন- আজ অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়ান, জয়ই লক্ষ্য লাল-হলুদের


spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...