Tuesday, November 11, 2025

সত্যিই কি খেলিফ পুরুষ? মেডিক্যাল রিপোর্ট ফাঁস হতেই আদালতে অলিম্পিক্সে পদক জয়ী বক্সার

Date:

আলজেরিয়ান বক্সার ইমেন খেলিফকে নিয়ে বিতর্ক কমছে না। প্যারিস ২০২৪ অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে সোনা জিতেছিলেন খেলিফ। সেই ইমেন খেলিফের বিরুদ্ধে কয়েকদিন আগে একটা চাঞ্চল্যকর রিপোর্ট আসে। যে রিপোর্টের তথ্যের ভিত্তিতে মহিলাদের বক্সিংয়ে তাঁর খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। যেখানে বলা হয়, খেলিফ পুরুষ। আর এবার এই মেডিক্যাল রিপোর্টের বিরুদ্ধে আদালতে গিয়েছেন খেলিফ। এদিন এমনটাই জানাল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।

এই নিয়ে তাদের এক বিবৃতে বলা হয়েছে, প্যারিসে অলিম্পিক্স চলাকালীন যে বা যাঁরা তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন খেলিফ। যে সংবাদপত্রে তাঁর মেডিক্যাল রিপোর্ট ফাঁস হয়েছে সেই সংবাদপত্রের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে তাই এখন এই বিষয়ে কমিটি কোনও মন্তব্য করবে না। যে মেডিক্যাল রিপোর্ট ফাঁস হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই সেই বিষয়েও কোনও মন্তব্য কমিটি করবে না।”

ফ্রান্সের এক সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, খেলিফ এমন এক অবস্থার শিকার যেখানে শারীরিক যৌন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এর ফলে লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। দ্বিতীয় লিঙ্গের আচরণ সুস্পষ্ট হয়ে ওঠে। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, খেলিফের অভ্যন্তরীণ অন্ডকোষ রয়েছে। এবং ক্রোমোজোম XY ঘরানার। এর ফলে যে শারীরিক কন্ডিশনের শিকার তিনি তাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ৫-আলফা রিডাকটেস ডেফিসিয়েন্সি। জানা যাচ্ছে, প্যারিসের ক্রেমলিন বিসেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্স-এর মহম্মদ লামিনের দেবাঘাইন হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে স্পষ্টভাবে খেলিফের শারীরিক কন্ডিশন বিস্তারিতভাবে বলা হয়েছে। জানানো হয়েছে, অন্ডকোষ ছাড়াও মাইক্রো-পেনিস অর্থাৎ ছোট পুরুষাঙ্গের উপস্থিতি রয়েছে তাঁর শরীরে। নিজেকে মহিলা বলে দাবি করলেও মহিলাদের প্রধান স্ত্রী অঙ্গ জরায়ুই নেই তাঁর শরীরে। খেলিফের এই মেডিক্যাল রিপোর্ট ফাঁস হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর অলিম্পিক্স সোনা কেড়ে নেওয়ার দাবি তুলছেন অনেকে।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলিফকে ঘিরে হয়েছে অনেক হইচই। গোটা প্যারিস অলিম্পিক্স ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

আরও পড়ুন- মেগা নিলামের আগে রঞ্জিতে ব্যাট হাতে দাপট শ্রেয়সের, করলেন দ্বিশতরান

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version