Thursday, January 29, 2026

জন্মদিনে নোবেল জয়ী অমর্ত্যকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাঠালেন উপহার

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দিলেন উপহারও। ৯১ বছরে পা দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এদিন শান্তিনিকেতনের প্রতীচীতে অমর্ত্য সেনকে (Amartya Sen) শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠান মুখ্যমন্ত্রী।

রবিবার বীরভূমের (Birbhum) জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচীর বাড়িতে। বর্তমানে আমেরিকার বোস্টন শহরে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এদিন তাঁর হয়ে বাড়িতে উপহার ও শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন প্রতীচী দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার ও পরিচারিকা রানি মুর্মু।

অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ চলছে। নোবেল জয়ীকে রীতিমতো অসম্মানজনক চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময় শান্তিনিকেতনে নিজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দেন। দিয়ে আসেন অমর্ত্য সেনের জমির প্রয়োজনীয় নথি। পরবর্তীতে বিশ্বভারতীর করা সেই মামলায় স্থগিতাদেশ জারি করে সিউড়ি আদালত।

এদিন প্রতীচীতে অর্মত্য সেনের জন্মদিন উদযাপন করেন বিশ্বভারতীর প্রাক্তনী, পড়ুয়া, স্থানীয় সাহিত্যিক ও শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা। গীতিকণ্ঠ মজুমদার জানান, জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, প্রবীণ আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায়, বোলপুর পুরসভার পুর- প্রধান পর্ণা ঘোষ, শান্তভানু সেন-সহ বিশিষ্টরা।

আরও পড়ুন- আরও নমনীয় রাজ্য! এবার আবাস যোজনায় ভূমিহীন উপভোক্তাদের জমি দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...