Wednesday, May 7, 2025

জন্মদিনে নোবেল জয়ী অমর্ত্যকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাঠালেন উপহার

Date:

প্রতিবারের মতো এবারও নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দিলেন উপহারও। ৯১ বছরে পা দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এদিন শান্তিনিকেতনের প্রতীচীতে অমর্ত্য সেনকে (Amartya Sen) শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠান মুখ্যমন্ত্রী।

রবিবার বীরভূমের (Birbhum) জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচীর বাড়িতে। বর্তমানে আমেরিকার বোস্টন শহরে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এদিন তাঁর হয়ে বাড়িতে উপহার ও শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন প্রতীচী দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার ও পরিচারিকা রানি মুর্মু।

অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ চলছে। নোবেল জয়ীকে রীতিমতো অসম্মানজনক চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময় শান্তিনিকেতনে নিজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দেন। দিয়ে আসেন অমর্ত্য সেনের জমির প্রয়োজনীয় নথি। পরবর্তীতে বিশ্বভারতীর করা সেই মামলায় স্থগিতাদেশ জারি করে সিউড়ি আদালত।

এদিন প্রতীচীতে অর্মত্য সেনের জন্মদিন উদযাপন করেন বিশ্বভারতীর প্রাক্তনী, পড়ুয়া, স্থানীয় সাহিত্যিক ও শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা। গীতিকণ্ঠ মজুমদার জানান, জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, প্রবীণ আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায়, বোলপুর পুরসভার পুর- প্রধান পর্ণা ঘোষ, শান্তভানু সেন-সহ বিশিষ্টরা।

আরও পড়ুন- আরও নমনীয় রাজ্য! এবার আবাস যোজনায় ভূমিহীন উপভোক্তাদের জমি দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version