Sunday, January 11, 2026

মোদি-রাজ্যে তিন ঘণ্টা ‘নীল-ডাউনে’ মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, নীরব কেন রাতদখলের কাণ্ডারিরা

Date:

Share post:

মোদি-রাজ্য গুজরাটে (Gujarat) মাত্রাছাড়া র্যা গিংয়ের (Ragging) বলি হলেন এক ডাক্তারি পড়ুয়া (Medical Student)। গুজরাটের পাটন জেলার ধরপুরের জিএমইআরএস মেডিক্যাল কলেজে (Medical College) শনিবার রাতে ঘটে গেল নির্মম ঘটনা। কলেজের প্রথম বর্ষের কয়েকজন ছাত্র (Student) মারাত্মক র্যা গিংয়ের শিকার হন বলে অভিযোগ। তাদের মধ্যে অনিল নটবরভাই মেথানিয়া নামে এক ছাত্র ঢলে পড়েন মৃত্যুর কোলে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, কেন গুজরাটের মেডিক্যাল কলেজ হাসপাতালে (Hospital) র্যা গিংয়ে ছাত্র-মৃত্যুর পরও নীরব প্রতিবাদীরা? কোথায় গেল তাঁদের প্রতিবাদ। আরজি কর নিয়ে যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন, তাঁরা কেন এখন চুপ করে বসে। প্রতিবাদ হবে না? রাতদখল-ভোরদখল হবে না? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

ডাক্তারি পড়ার জন্য ১৮ বছরের অনিল ভর্তি হয়েছিলেন গুজরাটের জিএমইআরএস মেডিক্যাল কলেজে। মোদি-রাজ্যে সিনিয়র ছাত্রদের রোষানলেপড়েন তিনি। শুধু সুরেন্দ্রনগরের বাসিন্দা অনিলই নন, আরও কয়েকজন ডাক্তারি পড়ুয়া কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্রদের দ্বারা র্যা গিংয়ের শিকার হন। প্রথম বর্ষের কয়েক জন ছাত্রকে ডেকে পাঠান সিনিয়ররা। তারপর তিন ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখা হয় তাঁদের। একটুও বসতে দেওয়া হয়নি। এমই নির্মম আচরণের পর সিনিয়র ছাত্ররা একে একে তাঁদের পরিচয় জানতে চান। সেই সময়েই অনিল মাথা ঘুরে পড়ে যান এবং সংজ্ঞা হারান।এরপর টনক নড়ে সিনিয়রদের। দাদাগিরির ফল যে এত মারাত্মক হবে তারা বুঝতে পারেনি। ছাত্রছাত্রীরাই অনিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। অনিলের এক সহপাঠী বলেন, শনিবার রাত ১০টা নাগাদ আমাদের প্রথম বর্ষের ছাত্রদের ডেকে পাঠানো হয়েছিল। হোয়াট্সঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের ডেকেছিলেন সিনিয়রেরা। তারপর দুই থেকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় অনেককে। তার পর বলা হয় নিজের নিজের পরিচয় দে। কলেজের অ্যান্টি র্যা গিং কমিটি এই ঘটনার তদন্ত শুরু করেছে। কলেজের তরফে অভিযোগও দায়ের করা হয়েছে থানায়। কলেজের ডিন হার্দিক শাহ জানিয়েছেন, র্যা গিংয়ের অভিযোগ প্রমাণিত হলে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন তাঁরা। পাটনের এসপি রবীন্দ্র প্যাটেল বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কলেজের অ্যান্টি র্যা গিং কমিটির কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই পদক্ষেপ করবে পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...