Thursday, August 21, 2025

গোষ্ঠীকোন্দলে জেরবার! ত্রুটি শুধরে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? প্রশ্ন ওয়ার্কিং কমিটির বৈঠকে

Date:

গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক ত্রুটি শুধরে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে শতাব্দীপ্রাচীন দল কংগ্রেস? প্রশ্ন উঠে গেল খোদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই৷ শুক্রবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বারবারই ঘুরেফিরে আসে দলের গোষ্ঠীকোন্দল, সাংগঠনিক ত্রুটিবিচ্যুতির প্রসঙ্গ৷

গুরুত্বপূর্ণ ভোটের আগে দলের প্রথম সারির নেতারা যেভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করেছেন, পরস্পরের সঙ্গে অসহযোগিতা করেছেন, তার জেরে দলের বিপর্যয় এড়ানো কঠিন ছিল বলে মত কংগ্রেস ওয়ার্কিং কমিটির৷ বারবারই দলের নেতাদের একজোট হয়ে লড়াই করার কথা বলেছে কংগ্রেস হাইকমান্ড, তারপরেও কাজের কাজ কিছুই হয়নি৷

মহারাষ্ট্র এবং হরিয়ানা দুটি রাজ্যের ভোটের আগেই দেখা গিয়েছে দলের প্রথম সারির নেতাদের প্রবল গোষ্ঠীকলহ৷ এর জেরেই সাংগঠনিক দিক থেকে ক্রমশ দুর্বল হয়েছে শতাব্দীপ্রাচীন দল, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভোটবাক্সে। বৈঠকে এবিষয়ে একমত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷ সাংগঠনিক ত্রুটি, গোষ্ঠীকোন্দল দূর করতে না পারলে যে দলের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব, এককথায় মেনে নিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ বর্ষীয়ান নেতা-নেত্রীরা৷ এই প্রসঙ্গেই দল সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে যে কোনও রাজ্যের বিধানসভা ভোটের অন্তত এক বছর আগে থেকে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সংগঠন গোছানোর প্রস্তুতি নেওয়া হবে৷ যদিও এসবের পরেও প্রশ্ন থাকছে, দলের নীতি নির্ধারক সর্বোচ্চ কমিটির সিদ্ধান্ত মেনে কি আগামিদিনে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামতে পারবেন রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতারা?

আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় খবর! নতুন প্ল্যান আনছে মোদি সরকার

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version