প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় খবর! নতুন প্ল্যান আনছে মোদি সরকার

বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে এ বার বড় বদল আনতে চলেছে কেন্দ্র। নতুন বছরে আসছে ইপিএফও ৩.০। নয়া নিয়মে এটিএম থেকে সরাসরি পিএফের টাকা তুলতে পারবেন ইপিএফওর গ্রাহকরা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আওতায় থাকা সংশ্লিষ্ট সংস্থাটির নিয়ম অনুযায়ী, বেসরকারী সংস্থার কর্মী তাঁর বেতনের ১২ শতাংশ পিএফ তহবিলে জমা করতে পারেন। শ্রম মন্ত্রক সূত্রে খবর, এই নিয়মের পরিবর্তন করতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে বেসরকারী সংস্থার কর্মীদের ক্ষেত্রে পিএফ তহবিলে টাকা রাখার ঊর্ধ্বসীমা আর ১২ শতাংশে আটকে থাকবে না। ইচ্ছামতো ওই তহবিলে টাকা জমাতে পারবেন তিনি।

সূত্রের খবর, খুব দ্রুত প্রভিডেন্ট ফান্ডের এই নিয়মের কথা ঘোষণা করবে ইপিএফও। কর্মীরা পিএফ তহবিলে টাকা জমানোর পরিমাণ বৃদ্ধি করলেও নিয়োগকারী সংস্থার ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকবে। প্রভিডেন্ট ফান্ডে স্থিতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন নিয়মে গ্রাহকেরা এটিএম থেকে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে বিশেষ কার্ড বিলি করবে শ্রম মন্ত্রক। ২০২৫ সালের মে-জুন মাস নাগাদ গোটা প্রক্রিয়া চালু করা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বাংলাদেশে গ্রেফতার দ্বিতীয় সন্ন্যাসী, ‘আক্রান্ত’ ভারতীয় বাসযাত্রীরা