Wednesday, August 27, 2025

গোষ্ঠীকোন্দলে জেরবার! ত্রুটি শুধরে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? প্রশ্ন ওয়ার্কিং কমিটির বৈঠকে

Date:

গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক ত্রুটি শুধরে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে শতাব্দীপ্রাচীন দল কংগ্রেস? প্রশ্ন উঠে গেল খোদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই৷ শুক্রবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বারবারই ঘুরেফিরে আসে দলের গোষ্ঠীকোন্দল, সাংগঠনিক ত্রুটিবিচ্যুতির প্রসঙ্গ৷

গুরুত্বপূর্ণ ভোটের আগে দলের প্রথম সারির নেতারা যেভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করেছেন, পরস্পরের সঙ্গে অসহযোগিতা করেছেন, তার জেরে দলের বিপর্যয় এড়ানো কঠিন ছিল বলে মত কংগ্রেস ওয়ার্কিং কমিটির৷ বারবারই দলের নেতাদের একজোট হয়ে লড়াই করার কথা বলেছে কংগ্রেস হাইকমান্ড, তারপরেও কাজের কাজ কিছুই হয়নি৷

মহারাষ্ট্র এবং হরিয়ানা দুটি রাজ্যের ভোটের আগেই দেখা গিয়েছে দলের প্রথম সারির নেতাদের প্রবল গোষ্ঠীকলহ৷ এর জেরেই সাংগঠনিক দিক থেকে ক্রমশ দুর্বল হয়েছে শতাব্দীপ্রাচীন দল, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভোটবাক্সে। বৈঠকে এবিষয়ে একমত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷ সাংগঠনিক ত্রুটি, গোষ্ঠীকোন্দল দূর করতে না পারলে যে দলের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব, এককথায় মেনে নিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ বর্ষীয়ান নেতা-নেত্রীরা৷ এই প্রসঙ্গেই দল সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে যে কোনও রাজ্যের বিধানসভা ভোটের অন্তত এক বছর আগে থেকে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সংগঠন গোছানোর প্রস্তুতি নেওয়া হবে৷ যদিও এসবের পরেও প্রশ্ন থাকছে, দলের নীতি নির্ধারক সর্বোচ্চ কমিটির সিদ্ধান্ত মেনে কি আগামিদিনে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামতে পারবেন রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতারা?

আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় খবর! নতুন প্ল্যান আনছে মোদি সরকার

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version