লক্ষীর ভান্ডার একটি সামাজিক উন্নয়নমুলক প্রকল্প! রাজনীতি করছেন বিরোধীরা, মন্তব্য শশীর

লক্ষ্মীর ভান্ডার কোনও রাজনৈতিক প্রকল্প নয়- এটা সামাজিক উন্নয়নমুলক প্রকল্প। যারা এই প্রকল্পকে নিয়ে রাজনীতি করছেন, তারা ঠিক কাজ করছেন না, নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা৷

মন্ত্রী শশী পাঁজা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের রাজ্যে এই প্রকল্প শুরু করেছিলেন, তখন অনেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছেন৷ প্রকল্পকে অপমান করা হয়েছে বিরোধীদের তরফে৷ অনেকে বলেছেন, তারা ক্ষমতায় এলে প্রকল্পের টাকা ডাবল করে দেওয়া হবে৷ মহিলাদের সম্মান প্রদানটা অনেক বড় বিষয়৷ শুধু হাজার টাকা দেবো, ২০০০ টাকা দেবো, এটা বলা ঠিক নয়৷ তারপরেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক৷ যারা একদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অপমান করেছে, তারাই পরবর্তীকালে এই প্রকল্পের সুফল পেয়েছে এবং তার অনুকরণ করতে শুরু করেছে৷

মন্ত্রী শশী পাঁজা আরও বলেন, এখন নিন্দুকদের ঘুম ভেঙেছে, লোকে বুঝতে পারছে মহিলাদের ক্ষমতায়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রকল্প৷ মহারাষ্ট্রের সরকারি আমলারা বলছেন, এই প্রকল্প চালানোর মত আর্থিক সঙ্গতি হচ্ছে না মহারাষ্ট্র সরকারের৷ মন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকার তাজপুর বন্দরের ছাড়পত্র দেয়নি৷ এক বছরের বেশি সময় ধরে এই বন্দরের ছাড়পত্র আটকে রাখা হয়েছে যা একেবারেই অনুুচিত, দাবি জানান শশী পাঁজা৷

আরও পড়ুন- তৎপর পুলিশ! দত্তপুকুর খুনে ২৪ ঘন্টায় গ্রেফতার মূল অভিযুক্ত