এদিন অনন্য নজির গড়েন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভারতিয় এই দাবাড়ু। এদিন শেষ গেমে গুকেশ হারান চিনের ডিং লিরেনকে। আর এই জয়ের পরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করেন গুকেশ। গুকেশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

এদিন গুকেশকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, “ অনেক শুভেচ্ছা ডি গুকেশ। অনেক শুভেচ্ছা এই কৃতিত্বের জন্য। তোমার কঠোর পরিশ্রম এই সাফল্য পেতে সাহয্য করেছে। আগামি দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল।“

অপর দিকে মমতা লেখেন, “ অনেক অনেক অভিনন্দন ডি গুকেশ। তুমি ইতিহাস তৈরি করেছ সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। তোমার এই সাফল্যের জন্য গোটা ভারতবাসী গর্বিত। “

Historic and exemplary!
Congratulations to Gukesh D on his remarkable accomplishment. This is the result of his unparalleled talent, hard work and unwavering determination.
His triumph has not only etched his name in the annals of chess history but has also inspired millions… https://t.co/fOqqPZLQlr pic.twitter.com/Xa1kPaiHdg
— Narendra Modi (@narendramodi) December 12, 2024
Heartiest congratulations to Gukesh D for creating history and becoming the youngest ever World Chess Champion!
This outstanding achievement by this wonder boy has made all of India proud!
The entire nation will rejoice in this glorious victory!
Jai Hind!!@DGukesh
— Mamata Banerjee (@MamataOfficial) December 12, 2024
বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ এবং ডিং-এর। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথমদিকে লিড ছিল চিনা দাবাড়ুর দখলেই। কিন্তু ধীরে ধীরে পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ। ম্যাচের একেবারে শেষদিকে বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমতা ফেরান চিনা প্রতিযোগী। ১৩ গেমের শেষে দুই দাবাড়ুর স্কোরই ছিল ৬.৫। যার ফলে ১৪তম গেমটি মরণবাঁচন হয়ে দাঁড়ায় দুই দাবাড়ুর কাছে। তবে শেষ হাসি হাসেন গুকেশ। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হল না। যার সুবাদে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। আর এর ফলে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। আর নজির গড়েই কেঁদে ফেলেন ভারতের তরুণ দাবাড়ু।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া সফরে কি যাবেন শামি? এল বড় আপডেট

–

–

–

–

–

–

–