Sunday, August 24, 2025

সোমে বিধানসভায় ৬ বিধায়ককে শপথ পাঠ করবেন রাজ্যপাল, জারি বিজ্ঞপ্তি

Date:

বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। এ বিষয়ে তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন আনন্দ বোস। এবার এই নিয়ে বিজ্ঞপ্তি দিলেন বিধানসভার ডেপুটি সেক্রেটারি। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ৬ বিধায়কের শপথ গ্রহণ হবে। ওইদিন বিধানসভায় (Assembly) উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bandopadhyay)। সেক্ষেত্রে দীর্ঘদিন পরে দুজনে মুখোমুখি হবেন।

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফলপ্রকাশের পর দেখা যায়, ছটিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। বিধানসভায় শপথগ্রহণের পর তাঁরা নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারবেন। চলতি শীতকালীন অধিবেশনেই তাঁদের শপথপর্ব মিটতে পারে, এই সম্ভাবনা ছিলই। তবে সংশয় ছিল কে তাঁদের শপথ পড়াবেন, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার, তা নিয়ে। কারণ, অতীতে বিধায়কদের শপথ নিয়ে রাজভবন-বিধানসভার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে এবার সেসব মিটেছে। নবনির্বাচিত ৬ বিধায়কের শপথ গ্রহণে নিয়ে রাজ্যের সঙ্গে আর জটিলতায় গেল না রাজভবন। এবার রাজ্যপাল নিজেই বিধানসভায় এসে শপথ পড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। ২ ডিসেম্বর বেলা সাড়ে বারোটা নাগাদ ছয় বিধায়কের শপথ হবে।  এ বিষয়ে বিধানসভার তরফে নোটিশ জারি করা হয়েছে।

২৩ নভেম্বর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ৬টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন শাসকদলের প্রার্থীরা। এরপরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথের বিষয়টি নিয়ে রাজভবনে চিঠি পাঠান। শুক্রবার রাজভবনের তরফে ইতিবাচক সাড়া মিলেছে। সাধারণত এসব ক্ষেত্রে স্পিকারের উপরই শপথের দায়িত্ব দেন রাজ্যপাল (CV Ananda Bose)। আগে এই পরিস্থিতিতে একবার ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিয়েছিলেন আনন্দ বোস। যদিও স্পিকারের উপস্থিতিতে সেটা করতে চাননি তিনি। বিমান বন্দ্যোপাধ্যায়ই বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। এই নিয়ে রাজ্য-রাজভবনের সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়েছে।

এবার রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চায় রাজভবন। খোদ রাজ্যপাল বিধানসভায় গিয়ে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ২ ডিসেম্বর বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। সেক্ষেত্রে ফের রাজ্যপাল-মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন।








Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version