শামির ৪ উইকেট, দিনের শেষে ২৩১ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

মহম্মদ শামির দৌলতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ১৭০। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহা। ২৩১ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড।

বাংলার প্রথম ইনিংস শেষ হয় ২২৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। সৌজন্যে মহম্মদ শামি। ৪ উইকেট নেন তিনি। ২ টি করে উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল এবং মহম্মদ কাইফ। একটি উইকেট রোহিত কুমারের।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতে ধাক্কা খায় বাংলা ব্রিগেড। ৪ রান করেন শিভম দুবে। ৪০ রান করে করেন সুদীপ ঘরামি এবং সুদীপ চট্টোপাধ্যায়। ৩৩ রানে অপরাজিত ঋত্বিক।

এদিকে এদিন শামির প্রশংসা করেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেন, “ শামি ভাল বল করেছে। তবে এখনও পুরোপুরি ছন্দে ফিরতে সময় লাগবে। প্রথম দিন ১০ ওভার বল করেছিল, বৃহস্পতিবার করল আরও ৯ ওভার। আরও কয়েকটা ম্যাচ খেললে পুরনো ছন্দে পাওয়া যাবে ওকে।”

আরও পড়ুন- ৩০০ রান কাশ্যপের, ৩১৪ রান স্নেহালের, রঞ্জির ইতিহাসে নজির গড়লেন গোয়ার দুই ব্যাটার