Thursday, August 28, 2025

অ্যাডিলেডে সিরাজ-হেডের বিবাদ, শাস্তি পেলেন দুই ক্রিকেটার

Date:

শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। এই দুই ক্রিকেটারকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট চলাকালীন মাঠে বিবাদে জড়ান সিরাজ এবং হেড। জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হয়েছে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। সেই কারণে শাস্তি পেয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন । অজি ক্রিকেটার ট্রাভিস হেডকে আউট করেন সিরাজ। তারপর হেডকে উত্তেজিত অঙ্গভঙ্গি করেন সিরাজ। সিরাজের এই ব্যবহার পছন্দ হয়নি হেডের। তিনি সাজঘরে ফেরার সময় পাল্টা জবাব দেন সিরাজকে। সেই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে জমা দেন আম্পায়ারেরা। তা যায় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে। আর সেই কারণেই ম্যাচ ফি ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে। এছাড়াও সিরাজকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। হেডের জরিমানা না হলেও ডিমেরিট পয়েন্ট এড়াতে পারেননি তিনি। হেডকেও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে দুই ক্রিকেটারকে।

 

জানা যাচ্ছে, সিরাজের বিরুদ্ধে আইসিসির আদর্শ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য দিকে, হেডের ২.১৩ ধারা লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন। গত ২৪ মাসে দু’জনের বিরুদ্ধেই এমন কোনও অভিযোগ না থাকায় কাউকে সাসপেন্ড করা হয়নি।

আরও পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান হারাল অস্ট্রেলিয়া, চাপ বাড়ল ভারতের


 

Related articles

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...
Exit mobile version