Monday, August 25, 2025

এবার বিরাট-রোহিতের ব্যাটিং নিয়ে মুখ খুললেন বিতর্কিত ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তবে তার আগে সমালোচনায় ভুরপুর টিম ইন্ডিয়া। কারণ সদ্য নিউজিল্যান্ডের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। দলের ব্যাটিং ব্যর্থতার জন্য কিউদের কাছে ৩-০ হারে টিম ইন্ডিয়া। এরপর থেকেই সমালোচনায় বিদ্ধ হয় টিম ইন্ডিয়া। বিশেষ করে সমালোচিত হন বিরাট কোহলি-রোহিত শর্মা। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে রান পাননি তারা। আর এবার বিরাট-রোহিতকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন সমালোচিত কোচ গ্রেগ চ্যাপেল।

এক সক্ষাৎকারে চ্যাপেল বলেন, “ আমাকে একবার সচিন তেন্ডুলকর জিজ্ঞাসা করেছিল, বয়সের সঙ্গে সঙ্গে ব‌্যাট করা কেন কঠিন হয়ে যায়? সচিনকে আমি বলেছিলাম যে, ব‌্যাপারটা পুরোটাই মানসিক। বয়সের সঙ্গে সঙ্গে মনে হতে থাকে, এ বয়সে রান করাটা কত কঠিন। একাগ্রতা ধরে রেখে পারফর্ম করে যাওয়া কতটা টাফ। মনে করার কোনও কারণ নেই, চোখের দৃষ্টি দুর্বল হয়ে পড়ছে। কিংবা রিফ্লেক্স কমে আসছে। দরকার, গভীর ফোকাস ধরে রাখার। বয়স বাড়লে পারফরম‌্যান্স ধরে রাখতে সেটা প্রয়োজন।” এরপর চ্যাপেল আরও বলেন,” কম বয়সে রান করার দিকে বেশি ঝোঁক থাকে ক্রিকেটারদের। কিন্তু সময় যত যাবে, বিপক্ষ তত বেশি ব‌্যাটারের খুঁত বের করতে শুরু করবে। আবার বয়স বাড়লে প্লেয়ার অভিজ্ঞতাও অর্জন করতে থাকে। বয়স কম থাকলে অনেক সুবিধে। পরিবেশ নিয়ে ভাবনা থাকে না। খেলার পরিস্থিতি নিয়ে ভাবনা থাকে না। প্লেয়ার তখন শুধু বল দেখে আর রান করার কথা ভাবে। তুমি যদি পুরনো দিনের মতো খেলতে চাও, তাহলে তরুণ বয়সের মতো মানসিকতা দেখাতে হবে। সেই রকম ভাবনাচিন্তা করতে হবে। মনে রেখো, বয়স বাড়লে সেটা করাই সবচেয়ে বেশি চ‌্যালেঞ্জের হয়ে যায়।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর, রোহিত-বিরাট-সহ একঝাঁক সিনিয়রের টেস্ট ভবিষ‌্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রকট হয়ে পড়েছে, ভালো মানের স্পিন বোলিংয়ের সামনে ভারতীয় ব‌্যাটিংয়ের অসহায়তা।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে কী বললেন সঞ্জু?


spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...