Sunday, May 4, 2025

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সন্দেশখালীর (Sandeshkhali) নিখোঁজ আদিবাসী যুবতীর সন্ধান মিলল। বাড়ি থেকে একটু দূরেই এক পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যেভাবে ওই যুবতীর কোমরের সঙ্গে ইট বেঁধে দেওয়া হয়েছিল, তাতে প্রাথমিক অনুমান খুন করা হয়েছে। যদিও ধর্ষণ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলায় মগ্ন বিজেপি। পুলিশ ঘটনার দ্রুত তদন্ত শুরু করা সত্ত্বেও বিজেপি নেতাদের প্ররোচনায় জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করে পরিবার, দাবি তৃণমূলের।

বসিরহাটের (Basirhat) ন্যাজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকার ঘোষপুরের বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। বুধবার বাড়ি থেকে বেরিয়ে ছিলেন, তারপর থেকেই নিখোঁজ।শনিবার সকালে ঘটিহারা এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখা যায়। ন্যাজাট থানা থেকে পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। পরিবারের লোকেরাই যুবতীকে শনাক্ত করেছেন। কী কারণে মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে দেখা গিয়েছে, যে পুকুরে দেহ উদ্ধার হয়েছে তার পাশেই এক বিজেপি নেতার বাড়ি। এই ঘটনায় ওই বিজেপি নেতা কোনোভাবে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে লোকসভা নির্বাচনের পরে ছয় কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত হয়ে এই মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক রঙ দিতে চাইছে স্থানীয় বিজেপি, দাবি শাসকদলের। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো জানান, ঘটনায় বিজেপির কোন প্ররোচনা রয়েছে কিনা তদন্ত করে দেখা হবে। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে শাসক দল।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version