Saturday, November 15, 2025

ডলারের বিকল্প আনলে ১০০ শতাংশ মাশুল! ব্রিকস দেশগুলিকে ট্রাম্পের হুঁশিয়ারি

Date:

ব্রিকস দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প হিসাবে ডলারের (Dollar) বিকল্প হিসাবে অন্য মুদ্রা ব্যবহার করলে সব দেশের উপর ১০০ শতাংশ বাণিজ্য কর ধার্য করার হুঁশিয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগেই নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তৎপর ট্রাম্প। যদিও ব্রিকস (BRICS) দেশগুলি রাশিয়ার প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসাবে ডলারের বিকল্পের পথে হাঁটার পরিকল্পনা ট্রাম্পের সেই পরিকল্পনায় বাধা হতেই রুদ্রমূর্তি ট্রাম্প।

সম্প্রতি ব্রিকস ২০২৪ (BRICS Summit 2024) সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসাবে ডলারের বিকল্প খোঁজা শুরু হয়েছে। এতদিন ডলারই বিশ্বের প্রধান বাণিজ্য বিশেষত তেল কেনা-বেচার মাধ্যম হিসাবে কাজ করেছে। যাবতীয় বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলেছে ডলার। তবে এই সম্মেলনে তুর্কি, আজারবাইজান, মালয়েশিয়ার মতো দেশগুলির অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসাবে ডলারকে সরিয়ে দেওয়ার প্রস্তাব এসেছে। বিশ্বের ৫৮ শতাংশ বাণিজ্যের রাশ যে মুদ্রার হাতে এবার তাকে সরানোর সওয়াল করেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যের (middle east countries) দেশগুলি যদি ডলারের মাধ্যমে বাণিজ্য করতে না চায় তাহলে সেই মাধ্যম বদল করা আবশ্যক হবে।

ডলারকে সরিয়ে বিকল্প মুদ্রার ভাবনা চিন্তা শুরু হতেই সরব ট্রাম্প। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ব্রিকস (BRICS) দেশগুলি ডলারকে বাণিজ্যের মাধ্যম থেকে সরিয়ে দেবে আর আমরা দেখব, সেই সময় শেষ। এই দেশগুলির পক্ষ থেকে আমেরিকা প্রতিশ্রুতি চায় যেন ব্রিকসের মাধ্যম হিসাবে অন্য কোনও মুদ্রা না আসে, আর ডলারই যেন বাণিজ্যের মাধ্যম হিসাবে থাকে। নাহলে এই দেশগুলির উপর আমেরিকা ১০০ শতাংশ কর (100 percent tarrif) চাপাবে। সেই সঙ্গে আমেরিকার অর্থনীতিতে কোনও বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম থেকে ডলারকে সরিয়ে ফেলার চেষ্টা ব্রিকসের অন্তর্গত যে দেশ করবে তাকে আমেরিকা “গুড বাই” জানাবে বলেও স্পষ্ট করে দেন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version