Wednesday, May 7, 2025

অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হেরে কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে দাপট দেখালেও , অ্যাডি লেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী ভারতীয় দল। ব্যাটিং থেকে বোলিং , সব জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স দিতে ব্যর্থ টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে দলে না থাকলেও, দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ম্যাচে ফিরেই হার । আর এই হারে হতাশ ভারত অধিনায়ক। বললেন, ম্যাচ জেতার মতো ভালো খেলতে পারিনি।

 

ম্যাচ শেষে রোহিত বলেন, “ একটা খারাপ সপ্তাহ গেল। ম্যাচ জেতার মতো ভালো খেলতে পারিনি। অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছে। ম্যাচ জেতার সুযোগ আমাদের কাছেও ছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। সেই জন্যই হারতে হয়েছে। এবার সামনের দিকে তাকাতে হবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। যেগুলো ভালো দিক আছে, সেগুলো নিয়ে ভাবতে হবে। পারথে যেভাবে জিতেছি। যেই খেলা খেলা হয়েছিল সেটা এখানে হয়নি ।“ এখানেই না থেমে ভারত অধিনায়ক আরও বলেন, “ পারথে আমরা যেভাবে জিতেছি, সেটা খুব খুব স্পেশাল ছিল। এখানেও আমরা সেই কাজটাই করতে চেয়েছিলাম। কিন্তু টেস্ট ম্যাচের নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। আমরা জানতাম গোলাপি বলে আমাদের সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর সেখানে অস্ট্রেলিয়া সব দিক থেকেই ভালো খেলেছে।“

পারথ টেস্টে দাপুটে বোলিং করেছিলেন যশপ্রীত বুমরাহ। পাশাপাশি যশস্বী জসওয়াল , বিরাট কোহলিরাও ব্যাট হাতে দাপট দেখান । কিন্তু দ্বিতীয় টেস্টে বিরাট কিংবা যশস্বী কেউ রান পাননি। বুমরাহ প্রথম ইনিংসে নেন চার উইকেট। চার উইকেট নেন মহম্মদ সিরাজও। বুমরাহ আর সিরাজ ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। রোহিত বলেন, “ বুমরাহর মতো পেসার সবাই দলে চায়। তাই বলে ও একাই বার বার আমাদের জেতাবে সেটা হতে পারে না। বুমরাহর সঙ্গে সিরাজ দায়িত্ব ভাগ করে নিয়ে প্রথম ইনিংসে চারটে উইকেট পেয়েছে। এটাই আমরা চাই। সব সময় বুমরাহ উইকেট পাবে না। বাকিদেরও এগিয়ে আসতে হবে। “ এরপরই ভারত অধিনায়কের সংযোজন, “ব্যাটারদের জন্যও আমরা একই কথা বলে থাকি। বার বার একই ব্যাটার রান করতে পারবে না। বাকিদেরও দায়িত্ব নিতে হবে। এটা সবাইকে বুঝতে হবে। টেস্ট বা সিরিজে জিততে গেলে সবাইকে দায়িত্ব নিতে হবে।“

আরও পড়ুন-দিন-রাতের টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের র‍্যাঙ্কিং-এ ধাক্কা ভারতীয় দলের 


spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...