পুরুলিয়ার মেয়ে অভিনন্দা, সায়েন্স অলিম্পিয়াডে বাজিমাত করে যাচ্ছে নাসায়

কথায় আছে ‘ইচ্ছা থাকলেই উপায় হয়’। এটি আরও একবার প্রমাণ করে দিল পুরুলিয়া তেলকল পাড়ার অভিনন্দা। এবার পুরুলিয়া থেকে সোজা মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার উদ্দেশে পাড়ি দেবে অভিনন্দা৷ আকাশের গণ্ডি অতিক্রম করে মহাকাশকে জানার সুযোগ হাতছানি দিচ্ছে তাকে৷

সূত্রের খবর, পুরুলিয়ার সেন্ট জেভিয়ার্স কনভেন্টের নবম শ্রেণির ছাত্রী অভিনন্দা ঘোষ। ছোট থেকেই মেধাবী৷ বয়সের সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়তে থাকে বিজ্ঞানের প্রতি তার ভালবাসা৷ অভিনন্দার বাবা সজল ঘোষ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক৷ মা সুস্মিতা রায়চৌধুরিও শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা৷ বাবা-মায়ের তত্ত্বাবধানে ছোট থেকেই পড়াশোনার পরিবেশে বেড়ে ওঠে পুরুলিয়ার তেলকল পাড়ার অভিনন্দা৷

চলতি বছর আন্তর্জাতিক সংস্থা সিলভার জোন ফাউন্ডেশন আয়োজিত সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে সে৷ ত্রিস্তরীয় এই পরীক্ষায়, প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে গোটা বিশ্ব থেকে 18 লক্ষ পরীক্ষার্থী৷ সেখানে পাশ করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় অভিনন্দা৷ সেখানে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে সে৷ দ্বিতীয় রাউন্ডে তার অষ্টম শ্রেণি বিভাগে গোটা বিশ্বে প্রথম স্থান পায় পুরুলিয়ার অভিনন্দা৷ সেখান থেকে সে পৌঁছায় তৃতীয় রাউন্ডে৷ এবং সেই রাউন্ডেও ভাল ফলাফল করে উত্তীর্ণ হয় অভিনন্দা৷ 3 অগাস্ট হয় পরীক্ষা, 15 আগস্ট বের হয় রেজাল্ট। এবং ভালো রেজাল্টের জন্য নাসায় যাওয়ার সুযোগ পায় সে।

মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি তার বাবা-মা৷

সজল ঘোষের কথায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ পেয়েছে অভিনন্দা৷ এই ভ্রমণের সমস্ত খরচ বহন করবে আমেরিকা সরকার এবং সিলভার জোন ফাউন্ডেশন৷ পূরণ হবে মেয়ের দীর্ঘদিনের স্বপ্ন৷

Previous articleডিজিটাল মিডিয়ায় এফডিআই নিয়ে সুস্পষ্ট নীতি গ্রহণ করতে চলেছে কেন্দ্র
Next articleTikTok ভিডিও শ্যুটের সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু