পুজোর আগে বাড়ি-গাড়ি-টিভি-ফ্রিজ কিনতে সস্তায় ঋণ দেবে SBI

পুজোর আগে নতুন বাড়ি-গাড়ি-টিভি-ফ্রিজ ইত্যাদি কিনতে সস্তায় ঋণ দেবে এসবিআই৷ গতকাল, মঙ্গলবার এসবিআই তাদের বিভিন্ন ঋণ প্রকল্পে সুদের হার কমানোর পাশাপাশি অন্যান্য ছাড়ের কথা ঘোষণা করে।

সেই বিবৃতিতে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, পয়লা সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাংকের গ্রাহকরা 8.05 শতাংশ হারে গৃহঋণ পাবে। RBI রেপো রেটের সঙ্গে সমতা রেখে এই সুদের হার ব্যাঙ্কের সকল গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে৷

ফলে রেপো রেট-লিংকড সুদের হারে যারা গৃহঋণ নিয়েছেন তারা এই ঋণের সুফল পাবেন।

এদিকে গাড়ি কিনতে নেওয়া ঋণে কোনও ‘লোন প্রসেসিং ফি’ নেবে না স্টেট ব্যাংক। ব্যাংকের ইয়োনো অ্যাপের মাধ্যমে ওই ঋণের আবেদন করা হলে তখন 0.25 শতাংশ কম সুদ দিতে হবে৷

অন্যদিকে স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডাররা গাড়ির দামের (on road price) 90 শতাংশ পর্যন্ত ঋণ পাবেন।

এছাড়াও ব্যক্তিগত এবং শিক্ষা ঋণেও সুদের হার কমিয়েছে SBI। 50 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের জন্য 8.25 শতাংশ হারে সুদ নেওয়া হবে৷ ওই ঋণ পরিশোধের মেয়াদ 15 বছর। বিদেশে পড়তে গেলে সর্বোচ্চ 1.5 কোটি টাকা ঋণ মিলবে। এবং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদ শুরু হচ্ছে 10.75 শতাংশ থেকে। এবং একজন গ্রাহক সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। সেই ঋণ 6 বছরে পরিশোধ করা যাবে৷

আরও পড়ুন-চিদাম্বরমের INX মামলা কী, একনজরে দেখুন

 

Previous articleচিদাম্বরমের INX মামলা কী, একনজরে দেখুন
Next articleচিদাম্বরমকে ধরতে মরিয়া কেন্দ্র, চলছে তুলকালাম