চিদাম্বরমকে ধরতে মরিয়া কেন্দ্র, চলছে তুলকালাম

চিদাম্বরমকে গ্রেপ্তারে মরিয়া কেন্দ্র। তাঁর বাড়িতে সকালেও গেছে সিবিআই, ইডি। তিনি উধাও। জারি হয়েছে লুক আউট নোটিশ। দেশ ছাড়তে পারবেন না তিনি। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করেছে ইডি। সিবিআই দপ্তরে চলছে বৈঠক। এখন দেখার বিষয় হল সুপ্রিম কোর্টে চিদাম্বরমের তরফে কোনো আবেদন ফাইল হয় কি না। হলে তার ফলাফল কী হয়।

আরও পড়ুন-পুজোর আগে বাড়ি-গাড়ি-টিভি-ফ্রিজ কিনতে সস্তায় ঋণ দেবে SBI