জেল হেফাজতের মেয়াদ বাড়ল নীরব মোদির

বাড়ল নীরব মোদির জেল হেফাজতের মেয়াদ। বৃহস্পতিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে নীরবের 28 দিনের রিম্যান্ডের শুনানি ছিল। সেই শুনানি শেষে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে তাঁকে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
নীরব মোদি দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্সওয়ার্থ জেলে বন্দি। সেখান থেকেই ভিডিওলিঙ্কের মাধ্যমে তিনি শুনানিতে যোগ দেন। তবে তাঁকে ভারতে প্রত্যার্পণের পক্ষে এখনই কোনও রায় দেয়নি আদালত। উলটে তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিল আদালত কর্তৃপক্ষ।

আরও পড়ুন-পাঁচ দিনের সিবিআই হেফাজতে পি চিদম্বরম