ট্রেনের ভেতর থেকে বাইরে মাথা বার করে হাওয়া খেতে গিয়ে বিপত্তি। পোস্টে বাড়ি খেয়ে গুরুতর জখম কল্যাণী গয়েশপুরের বেদীভবন এর বাসিন্দা দেবজ্যোতি চন্দ। বয়স 19। নৈহাটি স্টেশন ছাড়ার পর সে পোস্টে ধাক্কা খায়। পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তাকে ধরে ফেলে। এই অবস্থায় তাকে হালিশহর স্টেশনে নামানো হয়। জিআরপি কোনওরকম সাহায্য করেনি। স্টেশনের যাত্রীরা তাকে কল্যাণী জে এন এম হসপিটালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতা স্থানান্তরিত করা হচ্ছে। দেবজ্যোতি কল্যাণীর একটি মেডিকেল শপে কাজ করে তিনি।
