কলকাতার সব বড় পার্কে উধাও হ্যালোজেন লাইট! কারণ জানলে অবাক হবেন

খুব শীঘ্রই বদলাতে চলেছে রাতের মহানগরীর চেনা চিত্র। কলকাতায় সব বড় পার্কে রাত আটটার পর আর জ্বলতে দেখা যাবে না বড় হ্যালোজেন লাইট। কেন জানেন? কারণ হল পরিবেশবিদ ও পক্ষীপ্রেমীরা বেশ কয়েক মাস আগে কলকাতা মেয়রের কাছে অভিযোগ জানিয়েছিল যে এতো কড়া আলোয় রাতে গাছে থাকা পাখীরা ঘুমোতে পারে না যার ফলে কলকাতায় পাখীর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। শুধু তাই নয় তার পাশাপাশি এতো তীব্র আলো সারারাত জ্বলে থাকার কারণে বিদ্যুতের বিল ও বাড়ছে দিন দিন। তাই সব দিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেয়র পরিষদ দেবাশিষ কুমার ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। তবে কলকাতায় জোরাল আলো নেভার পাশাপাশি কমজোড়ি আলো জ্বলবে সারারাত। পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যাবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে। আশা করা যায় কলকাতা পুরসভার এই অভিনব প্রচেষ্টায় যেমন পাখীরা শান্তিতে রাত কাটাতে পারবে তেমনই অন্যদিকে বিদ্যুৎ বিলের অনেকটাই সাশ্রয় কড়া সম্ভব হবে।

আরও পড়ুন-এবার ভোডাফোনের আকর্ষনীয় অফার

 

 

Previous article55 বছরের চেষ্টা, অবশেষে অজিদের মার্কিন-বিজয়
Next articleনৈহাটিতে ট্রেনের বারপোস্টে ধাক্কা খেল 19 বছরের যুবক