Sunday, November 2, 2025

কলকাতার মডেল খুন হলেন বেঙ্গালুরুর ক্যাব চালকের হাতে। ঠিক কী ঘটনা ঘটেছিল? গাড়ির ইএমআই শোধ হয়নি। তাই যাত্রীকে লুঠ করেই টাকা জোগাড়ের চেষ্টায় ছিল ক্যাব চালক। শহর থেকেই বাইরে সুনসান জায়গায় গাড়ি নিয়েও যায় সে। কিন্তু লুঠপাটে বাধা দেয় তরুণী। বদলে চিৎকার জুড়ে দেয়। আর তখনই মাথায় লোহার রড দিয়ে মেরে ওই ক্যাব যাত্রীকে খুন করে চালক। মৃত্যু নিশ্চিত করতে সে এলোপাথাড়ি ছুরিও চালায় তরুণীর উপর।

এই ঘটনা ঘটেছিল গত 31 জুলাই। 30 জুলাই কর্মসূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন কলকাতার মডেল এবং ইভেন্ট ম্যানেজার পূজা সিং দে। 31 জুলাই কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সে জন্য বুক করেছিলেন ক্যাব। কিন্তু 31 তারিখ এয়ারপোর্টে যাওয়ার বদলে ক্যাব চালক নাগেশ পূজাকে নিয়ে যায় এয়ারপোর্টের কাছেই একটা ফাঁকা জায়গায়। এরপর নাগেশ পূজাকে বলে যা আছে সব দিয়ে দিতে। কিন্তু প্রতিবাদ করায় পূজাকে খুন করে সে। এরপর তরুণীর সব কিছু লুঠ করে ওই ক্যাব চালক। এতেও ক্ষান্ত দেয়নি সে। আরও টাকা পাওয়ার লোভে পূজার ফোন থেকে তাঁর স্বামীকে মেসেজ করে 5 লক্ষ টাকা দাবি করে।

গত 31 জুলাই বেঙ্গালুরুর এয়ারপোর্টের কাছে একটি পরিত্যক্ত এলাকায় তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেন তাঁরাই। ইতিমধ্যেই কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন পূজার স্বামী। কলকাতা পুলিশের তরফে যোগাযোগ করা হয় বেঙ্গালুরু পুলিশের সঙ্গে। এরপর তদন্তে নেমে পূজার দেহ সনাক্ত করে তারা। গত 21 অগস্ট অভিযুক্ত নাগেশকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

আরও পড়ুন-চোখের জল আর গান স্যালুটে শেষ বিদায় জেটলির

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version