নৃশংসভাবে খুন আসানসোলের তৃণমূল কাউন্সিলর, এলাকায় চাঞ্চল্য

শনিবার রাত তখন সাড়ে এগারোটা। শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর বাড়ির বাইরে পাইচারি করছিলেন খালিদ। ঠিক সেই সময় আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মহম্মদ খালিদ খানকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ খালিদকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বরাকরের মনবেড়িয়া এলাকা।

ঘটনাস্থলে রাতেই পৌঁছে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বরো চেয়ারম্যান মহম্মদ গোলাম সাওয়ার-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।