দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির প্রস্তাব বাংলায়

সবকিছু ঠিক থাকলে আগামী দু’বছরেই দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হবে এই রাজ্যেই। এনার্জি কনক্লেভ’-এ জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি বলেন, প্রকল্পটির প্রস্তাব একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে তাঁদের কাছে এসেছে। ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়াররা ওই সংস্থার সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা করেছেন। প্রস্তাব তৈরি করে শীঘ্রই মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে বলে তিনি জানান। তবে রাজ্যের কোথায় এই প্রকল্প হবে? এনিয়ে এখনই কিছু জানাতে চাননি শোভনবাবু।

Previous articleনৃশংসভাবে খুন আসানসোলের তৃণমূল কাউন্সিলর, এলাকায় চাঞ্চল্য
Next articleরাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য হবে নিগমবোধ ঘাটে, প্রস্তুতিপর্ব সারা