চাদরে মোড়া এক মহিলার দেহ উদ্ধার! তারপর?

বেহালার পর্ণশ্রী এলাকার বাসুদেবপুরে চাদরে মোড়া অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, তাঁর পাশে পড়ে ছিল একটি ট্রলি ব্যাগও। মৃতার নাম শম্পা চক্রবর্তী (42)। এলাকাবাসীরা রবিবার সকালে দেহটি দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করে। মৃতার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহটি বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীদের বয়ানে বেহালায় মহিলা খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পর্দাফাঁস হল খুনির। প্রতিবেশী মহিলা জানিয়েছেন, শনিবার গভীর রাতে মেয়ে ও জামাই মিলেই করেছে খুন শম্পা চক্রবর্তীকে। তারপর দেহ লোপাটের চেষ্টাও করে তারা। শেষে অসফল হয়ে দেহ ফেলে রেখে পালিয়ে যায়। খুনের ঘটনায় ইতিমধ্যেই মেয়ে-জামাইকে আটক করেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মৃতার স্বামীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।