দেশকে প্লাস্টিকমুক্ত করার ডাক মোদির

আগামী 29 অগাস্ট ‘জাতীয় ক্রীড়া দিবস’ উপলক্ষে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর সূচনা হদেশকে প্লাস্টিকমুক্ত করার বে। মন কি বাত-এ এমনই মন্তব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহাত্মা গান্ধীর 150 তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্মে মোদি সমস্ত দেশবাসীর কাছে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন। তাঁর কথায়, ‘মহাত্মা গান্ধীর 150 তম জন্মবার্ষিকী শুধু নাম কে ওয়াস্তে পালন নয়, বরং তাঁর ইচ্ছেকে সমাদর করতে হবে। সমস্ত দেশবাসী দেশকে প্লাস্টিকমুক্ত করার শপথ নিন।’

আরও পড়ুন – বঙ্গ-বিজেপির ‘জল মেশানো’ 77 লক্ষের সদস্য-তালিকা খারিজ দিল্লিতে, কৈফিয়ত তলব